নানা প্রলোভন দিয়ে রোহিঙ্গা পুরুষদের জোর করে সেনাবাহিনীতে যুক্ত করছেন মিয়ানমার জান্তা সরকার। এ ছাড়াও যারা সেনাবাহিনীতে যোগ দেবে তাদের মিয়ানমারের নাগরিকত্ব দেবে বলেও জানিয়েছে তারা। রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) ক্যাম্প এবং গ্রাম থেকে বাছাই করা হচ্ছে তাদের।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
কমপক্ষে ৪০০ জন রোহিঙ্গা পুরুষকে দুই সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণের জন্য সামরিকঘাঁটিতে পাঠানো হয়েছিল। এসব ব্যক্তিকে ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাদের, এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীসহ রাজ্যের বাসিন্দারা।
রাখাইনের অধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘জান্তা বাহিনী বলেছে, যেসব রোহিঙ্গা পুরুষ সেনাবাহিনীতে যোগ দেবেন তাদের এক বস্তা চাল, নাগরিকত্বের পরিচয়পত্র এবং মাসিক ১ লাখ ১৫ হাজার কিয়াট বেতন দেয়া হবে; যা বাংলাদেশি অর্থে সাড়ে চার হাজার টাকার সমান।