পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এবার মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অনেক মুসল্লি নিহত হয়েছেন। মুসল্লিরা যখন ফজরের নামাজ পড়তে মসজিদে উপস্থিত হয়েছিলেন তখনই এ হামলা চালানো হয়।
সোমবার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে শত শত সশস্ত্র ব্যক্তিরা নাটিয়াবোনির একটি মসজিদে হামলা চালায়।
একজন স্থানীয় বাসিন্দা টেলিফোনে বলেছেন, নিহতরা সবাই মুসলমান, তাদের বেশিরভাগই পুরুষ, যারা সকালের নামাজের জন্য এসেছিল।
অন্য আর একটি স্থানীয় সূত্র জানিয়েছে, ‘সন্ত্রাসীরা খুব ভোরে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘেরাও করে এবং মুসল্লিদের ওপর গুলি চালায়। এসব মুসল্লি সেখানে দিনের প্রথম নামাজের জন্য জড়ো হয়েছিল। তাদের মধ্যেই একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয়।
এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। গির্জায় হামলার পর একই দিনে এ ঘটনা ঘটলো। সূত্র: বিবিসি, এএফপি