হামলার ভয়ে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ

সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হামলার ভয়ে রাখাইনের রাজধানী সিত্তের শহর ও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মি রাজধানী সিত্তে দখল করতে পারে এমন খবর শোনার পর মানুষ পালিয়ে যাচ্ছে। তারা এখন স্বাধীন অঞ্চলগুলোতে যাচ্ছেন। মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী ইয়াঙ্গুন-সিত্তে মহাসড়কে অবস্থিত আহ মিয়ান্ট কায়ুন মিন চং সেতুটি মাইন দিয়ে উড়িয়ে দিয়েছে, যাতে আরাকান আর্মির যোদ্ধারা সিত্তে প্রবেশ করতে না পারে। এর ফলে সাধারণ মানুষের মনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। 

গুরুত্বপূর্ণ ওই সেতুটি ধ্বংস করার মাধ্যমে সেখানকার বাসিন্দাদের আটকে ফেলা হয়েছে। যুদ্ধ শুরু হলে কিভাবে পালাবেন এ নিয়ে বাসিন্দারা শঙ্কিত। এই কারণে মানুষ এখন পালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি সেনাবাহিনীর পরিবারের সদস্যরাও সিত্তে ছেড়ে পালিয়ে যাচ্ছে।

রাজধানী সিত্তের এক বাসিন্দা জানান, জান্তা বাহিনী সাধারণ মানুষকে পালানোর ক্ষেত্রেও বাধা দিচ্ছে। তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন, যদি আরাকান আর্মি হামলা চালায় তাহলে যেন বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করে সেনারা। সেজন্য সাধারণ মানুষকে পালাতে দেওয়া হচ্ছে না।