ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাখাইনে স্কুলে জান্তার বিমান হামলা, নিহত ১৮

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মির নিয়ন্ত্রিত কিয়াউকতাও শহরের থায়াত তাবিন গ্রামে একটি বেসরকারি বোর্ডিং স্কুলে এই হামলা চালানো হয়। এ বিষেয়ে মন্তব্যের জন্য জান্তার একজন মুখপাত্র অনুরোধে সাড়া দেননি।

২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত এবং রাখাইন রাজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার আরাকান আর্মিসহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলোকে ধ্বংস করেছে। গত মে মাসেও সাগাইং অঞ্চলে একটি স্কুলে জান্তার বিমান হামলায় দুই শিক্ষকসহ ২০ জন নিহত হন।

এদিকে চলতি বছরের শেষের দিকে ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে জান্তা সরকার।

সূত্র: আনাদোলু

MH/MMS
আরও পড়ুন