মন্ত্রী হতে ৩ কোটি রুপি বেতনের চাকরি ছাড়বেন ব্যাংকার

পাকিস্তানের অর্থমন্ত্রী হওয়ার জন্য মাসে প্রায় ৩ কোটি রুপি বেতনের চাকরি ছাড়তে চান মুহাম্মদ আওরঙ্গজেব। দেশের স্বার্থে তিনি এই উচ্চাভিলাসী জীবন ত্যাগ করতে রাজি।

বিশ্বে বর্তমানে ব্যাংকিং খাতের যে ৫ জন সর্বোচ্চ র‌্যাংকের ও বেতনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তার মধ্যে অন্যতম পাকিস্তানি নাগরিক মুহাম্মদ আওরঙ্গজেব। তিনি মাসে বেতন পান প্রায় ৩ কোটি রুপি। আছে ডাচ্‌ নাগরিকত্ব। 

এরই মধ্যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন আওরঙ্গজেব। জানানো হয়েছে, নিজের দ্বৈত নাগরিকত্ব ত্যাগের আবেদন এরই মধ্যে করেছেন তিনি। ফলে পাকিস্তানে নতুন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব ইসহাক দারের পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই অর্থবিষয়ক প্রথম মিটিংয়ে সভাপতিত্ব করেন শেহবাজ শরীফ। এতে যোগ দিয়েছিলেন এই ব্যাংকারও। সেই মিটিংয়ে উল্লেখ করার মতো মুখ সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার ছিলেন অনুপস্থিত। পিএমএল-এন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইসহাক দারের অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য অন্য কোনো মন্ত্রণালয় তাকে দেওয়া হতে পারে। 

সম্ভাব্য এই অর্থমন্ত্রী বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া ব্যাংকারদের অন্যতম প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে তিনি হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। এইচবিএলের ২০২৩ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধাসহ তিনি মোট বছরে ৩৫ কোটি ২০ লাখ রুপি পেয়েছেন। এর অর্থ প্রতি মাসে তার বেতন ও অন্য সুবিধা মিলে পেতেন প্রায় ৩ কোটি রুপি। সূত্র: জিও নিউজ