এটা দেশরক্ষার লড়াই, আবেগঘন বার্তা রাহুলের

ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কর্মীদের আবেগঘন বার্তা দিলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন,  কংগ্রেস কর্মীরাই ভোটের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন রাহুল গান্ধী। সেখানে তিনি জানিয়েছেন, এটা কোনো সাধারণ ভোট নয়। এটা আমাদের দেশ আর সংবিধানকে রক্ষা করার জন্য় একটা লড়়াই। সেক্ষেত্রে আমি প্রত্যেক কর্মী  দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করছি। প্রতিটি বাড়িতে কংগ্রেসের গ্যারান্টি পৌঁছে দেওয়ার জন্য় আবেদন করছি।

তিনি জানিয়েছেন, আমরাই কংগ্রেসের প্রকৃত আওয়াজ। আমাদের সেটা করতে হবে। অন্তত ২৫টি বাড়িতে কংগ্রেসের গ্যারান্টি পৌঁছে দিন। এই শপথ নেওয়ার জন্য সকলের কাছে আবেদন করছি।

রাহুলে আরও জানান, আপনারা কংগ্রেস কর্মী। আমাদের মেরুদণ্ড হলেন আপনারাই। আপনারাই আমাদের দলের ডিএনএ। বিজেপি আর আরএসএস ভারতের ধারণার বাইরে। তারা আমাদের সংবিধানকে ভাঙতে চায়। আমাদের গণতান্ত্রিক কাঠামোকে ভাঙতে চায় তারা। আমাদের প্রতিষ্ঠান, আমাদের আইনগত পরিকাঠামোকে ভাঙতে চায় ওরা।

তিনি বলেন, আপনারা আরএসএসের বিরুদ্ধে ল়ড়াই করছেন। আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বিজেপি ও তাদের আদর্শকে পরাজিত করতে যাচ্ছেন, আপনাদের শুভেচ্ছা জানাই।

ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার দেশটির ২১টি রাজ্য ও অঞ্চলে লোকসভার ১০২টি আসনে ভোট গ্রহণ চলছে। মোট সাত দফায় আগামী ১ জুন পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। সূত্র: নিন্দুস্তান টাইমস