ভারতে ভোট উৎসবের প্রথম দফা শেষ হয়েছে। ২৬ এপ্রিল শুরু হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে প্রচারে নামছেন বিজেপি'র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিং। প্রচারে থাকছেন যোগী আদিত্যনাথেরও ৷
দার্জিলিং লোকসভা আসনে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা। এ বার তাকেই প্রার্থী করেছে বিজেপি। জেতা আসন ধরে রাখতে সেখানে দফায় দফায় সভা করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
আগামী ২১ এপ্রিল দার্জিলিংয়ে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিনই মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দার্জিলিঙে নির্বাচনী প্রচার সারবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ দ্বিতীয় দফার প্রচারের আগে রাজ্যে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সভা করবেন শৈলরানিতে ৷ তবে তিনি কবে সেখানে সভা করবেন সেই তারিখ এখনও চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস