ভারত ও হংকংয়ের কার্টুনিস্ট পেলেন কফি আনান অ্যাওয়ার্ড

ভারতীয় কার্টুনিস্ট রচিতা তানেজা ও হংকংয়ের জুনজি কফি আনান কারেজ অ্যাওয়ার্ড-২০২৪ এর জন্য মনোনিত হয়েছেন ।

শুক্রবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দ্বিবার্ষিক এ পুরস্কারজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।  বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কার্টুনের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়, যা প্রেস কার্টুন অ্যাওয়ার্ড নামেও পরিচিত।

ভারতে কার্টুনের মাধ্যমে হিন্দুত্ববাদী কেন্দ্রীয় সরকারের নানা অসংগতি তুলে ধরায় জেলে যাওয়ার হুমকিতে রয়েছেন রচিতা। অপরদিকে জুনজি যে সংবাদপত্রে কাজ করতেন, ২০২৩ সালে তাকে সেখান থেকে ছাঁটাই করা হয়। হংকংয়ের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যমকে ঢেলে সাজাতে চীনের জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের তিন বছর পর এ ঘটনা ঘটল। কর্মকর্তাদের অভিযোগ, তার আঁকা কার্টুন ‘বিকৃত’ ও ‘অনৈতিক’।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের সদরদপ্তরের কাছে গণমাধ্যমের কার্টুনের এক প্রদর্শনীর আয়োজন করা হয়। দুই বছর অন্তর এ পুরস্কারজয়ী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কার্টুনিস্টদের বেছে নেওয়া হয়। বিশেষ করে যেসব কার্টুনিস্টের কাজে ক্ষমতাসীনদের সমালোচনা ফুটে ওঠে, তারা এ পুরস্কার পেয়ে থাকেন। সূত্র: বার্তা সংস্থা এএফপি