ডাক্তার পরিচয়ে নার্সিংয়ে পড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে গিয়ে ধরা পরেছেন এক দুধ ব্যবসায়ী। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। অভিযুক্ত বরের নাম বাপি চাঁদপাড়ি। তিনি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বছর তিনেক আগে নার্সিংয়ে পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক দুধ ব্যবসায়ীর। বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁকাটি গ্রামের ওই তরুণীর সঙ্গে প্রেমের শুরুতে অভিযুক্ত বাপি নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন। তরুণী সম্পর্কের কথা বাড়িতে জানালে বিয়েতে রাজি হয় পরিবার। তবে তারা কেউই বাপির বাড়িতে যাননি। বিয়ের দিন বরযাত্রী নিয়ে হাজির হন বাপি। বাপির পরিকল্পনা অনুযায়ী সব কিছুই ঠিক চলছিল। তবে তার সঙ্গে আসা এক আত্মীয় জানান, তিনি ডাক্তার নন, দুধ ব্যবসায়ী। এ কথা শুনেই বিয়ে বন্ধ করে দেন পাত্রীর বাবা।
এ ঘটনায় বিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেলে আটকে রাখা হয় পাত্রকে। পরিস্থিতি বেগতিক দেখে বরকে রেখে পালিয়ে যায় বরযাত্রীর অন্যরা। পরে থানায় খবর দেওয়া হলে অভিযোগের ভিত্তিতে বাপিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (৩ মে) বাপিকে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস