ভারতে দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার (১ জুন) সকাল ৭টায়। এই দফার ভোটের সবচেয়ে নজরকাড়া প্রার্থী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। টানা তৃতীয়বার বারানসি থেকে সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি।
সপ্তম দফায় ৫৭টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে রয়েছে বিহারের আটটি, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, ওড়িশার ছয়টি, পাঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি এবং চণ্ডীগড়ের একটি আসন। এই ৫৭ আসনে লড়াইয়ে রয়েছেন ৯০৪ জন প্রার্থী।
এই পর্বে পশ্চিমবঙ্গের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে ভোট হচ্ছে।
সপ্তম পর্বের লড়াইয়ে সবচেয়ে আলোচিত কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে উত্তর প্রদেশের বারানসি। এখান থেকে প্রার্থী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই মোদির প্রতিপক্ষ।
২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও মোদির বিরুদ্ধে অজয় রাইকে প্রার্থী করেছিল কংগ্রেস। আর সেই দুটি নির্বাচনেই মোদির কাছে হেরেছেন অজয়।
এবারের দফায় লড়াইয়ে মোদি ছাড়াও বিজেপির আরো কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। হিমাচল প্রদেশের মান্ডি আসনে লড়ছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। গোরক্ষপুরে বিজেপির হয়ে লড়বেন ভোজপুরী তারকা রবি কিষান। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার