ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ১২টিতে বিজেপি ও ১টিতে কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোটে লোকসভায় জিতেছিলেন ৯ জন নারী সাংসদ। এবার ৪২ আসনের মধ্যে ১২ আসনে নারী প্রার্থী দেন মমতা ব্যানার্জি। তার মধ্যে ১১ জনই জয়লাভ করেন। তৃণমূলের হয়ে বিষ্ণুপুর থেকে লড়াই করা সুজাতা মণ্ডলই শুধু পরাজিত হন।
১১ জন বিজয়ী প্রার্থী হলেন- বীরভূম থেকে শতাব্দী রায়, বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার, কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র, আরামবাগ থেকে মিতালী বাগ, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া থেকে- সাজদা আহমেদ, মেদিনীপুর থেকে জুন মালিয়া, বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার, কলকাতা দক্ষিণ থেকে মালা রায়, যাদবপুর থেকে সায়নী ঘোষ ও জয়নগর থেকে প্রতিমা মণ্ডল।
বিজয়ী ১১ জনের মধ্যে ৬ জন পুরনোদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন। আর নতুনদের মধ্য থেকে জিতেছেন ৫ জন।
পুরনোরা হলেন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ ও প্রতিমা মণ্ডল। আর নতুনদের থেকে বিজয়ী হয়েছেন শর্মিলা সরকার, মিতালী বাগ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া ও সায়নী ঘোষ।
তাদের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় ও জুন মালিয়া বিজেপির দুইজন হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করেন। তারা হলেন, লকেট চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ১২ প্রার্থীর মধ্যে একজনও নারী প্রার্থী নেই।