অব্যাহত লোকসানের মুখে রাষ্ট্রায়ত্ত্ব পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) অন্য দেশের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাইভেটাইজেশন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সরকার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কর্পোরেশনকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি বা বেসরকারিকরণ প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করবে।
পাকিস্তানের এভিয়েশন কর্তৃপক্ষ আভাস দিয়েছে, পরবর্তী বিক্রয় প্রচেষ্টার আগে তারা এয়ারলাইনটিকে সম্পূর্ণ ঋণমুক্ত করতে পারবে বলে আশাবাদী। বিক্রির প্রচেষ্টার আগে এরই মধ্যে তারা এয়ারলাইনটির মোট ৮৩০ বিলিয়ন রুপি (৩ বিলিয়ন মার্কিন ডলার) ঋণের প্রায় তিন-চতুর্থাংশ পরিশোধ করতে পেরেছে।
এর আগে চলতি নভেম্বরের শুরুতে এয়ারলাইনটি বিক্রির জন্য নিলাম ডাকা হয়েছিল। কিন্তু ক্রেতারা ন্যূনতম মূল্যের চেয়েও সাড়ে আট গুণ দাম কম বলায় সে সময় কর্তৃপক্ষ এয়ারলাইনটি বিক্রি করেনি।
নিলামে অংশ নেয়ার জন্য ছয়টি স্থানীয় গ্রুপের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ব্লু গ্রুপ ওয়ার্ল্ড নামের প্রতিষ্টানটি নিলামে দাম হাকানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।