ভারতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

ভারতে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে। এই ক্ষেপণাস্ত্র সহজেই দেড় হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এরসঙ্গে চাপিয়ে দেয়া যাবে যে কোনও ধরনের পেলোড! খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন।

ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র সে দেশের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) শনিবার (১৬ নভেম্বর) ওড়িশার উপকূল থেকে সফল ভাবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। দেশটির সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে শিগগিরই যোগ হচ্ছে নতুন এই দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

হাইপারসনিক মিসাইল হল অত্যন্ত দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে ছুটে চলতে সক্ষম। তবে বিশ্লেষকরা বলছেন, হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য গতি নয়, বরং হামলার অনন্য সক্ষমতা। আর বিশ্বের হাতেগোণা কয়েকটি দেশের কাছে রয়েছে এ ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

ড. এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের গবেষণাগারে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে নতুন ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়। সহযোগিতায় ছিল ডিআরডিও।

সফল উৎক্ষেপণের পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মধ্যে দিয়েই দেশটি নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে।