বায়ু দূষণ মাত্রা ছাড়াল

দিল্লির ৫০ ভাগ কর্মচারী হোম অফিস করবেন

ভারতের রাজধানী নয়া দিল্লির বায়ু দূষণ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় ৫০ শতাংশ সরকারি কর্মচারী প্রতিদিন  বাসা থেকেই কাজ করবেন (হোম অফিস)। বুধবার (২০ নভেম্বর) থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। দিল্লির কোথাও কোথাও বাতাসের গুণমান সূচক ৫০০ ছুঁয়েছে।  খবর আনন্দবাবাজর অনলাইন’র।

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বুধবার সকালে ঘোষণা করেছেন, দূষণ কমাতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য দুপুরে শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসছেন। এরপরেই স্থির হবে পরবর্তী সিদ্ধান্ত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিল্লিতে কৃত্রিম বৃষ্টি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন গোপাল রাই। তার দাবি, এর আগে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য অনুমতি চেয়ে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। তাই এ বার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দিল্লির মন্ত্রী।

বায়ু দূষণ পরিস্থিতিতে  এরইমধ্যে দিল্লির সব স্কুলে অনলাইন মাধ্যমে পাঠদান শুরু হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতেও আপাতত অনলাইনে চলছে পাঠদান। অনলাইন ক্লাস হবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও।

এদিকে, ভয়াবহ দুষণে দৃশ্যমানতা কম থাকার জন্য বাতিল হয়েছে একাধিক ট্রেন। আংশিক ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও।