ভারতের ছত্তীসগঢ়ে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদী চরমপন্থী গ্রুপের অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাজ্যের কন্টার ভেজ্জি এলাকায় এই সংঘর্ষ হয়। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে ছত্তীসগঢ়ে মাওবাদীদের অবস্থানের কথা জানতে পেরে কন্টা থানা ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ডকে (ডিআরজি) খবর দেওয়া হয়। এরপর যৌথ বাহিনী ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যায়।
কন্টার পুলিশ সুপার কিরণ চহ্বণ জানিয়েছেন, শুক্রবার সকালে ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যেতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রের দাবি, সংঘর্ষে ১০ মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নিহত মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে।
গত শনিবার বস্তারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন পাঁচ মাওবাদী। কাঁকের এবং নারায়ণপুর জেলার সীমানায় এবং উত্তর অবুঝমাড়ে মাওবাদী গতিবিধির বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরই ভিত্তিতে সেদিন অভিযান চলে।