মণিপুরে ৭ জেলায় ইন্টারনেট বন্ধ

ভারতের মণিপুর রাজ্যে অশান্ত পরিস্থিতিতে সাত জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গত ১৬ নভেম্বর থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে ওই জেলাগুলোতে। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

শনিবার (২৩ নভেম্বর) মণিপুর সরকার জারি করা নির্দেশে বলা হয়েছে, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং, বিষ্ণুপুর, থৌবল, চূড়াচাঁদপুর এবং কাংপোকপি জেলায় সোমবার (২৫ নভম্বর) পর্যন্ত বন্ধ থাকবে মোবাইল ইন্টারনেট পরিষেবা।

এদিকে, গত ১৯ নভেন্বর থেকে মণিপুরের পাঁচ জেলায় আংশিক শিথিল হয়েছে কারফিউ। চালু করা হয়েছে ব্রডব্র্যান্ড ইন্টারনেট পরিষেবা। কিন্তু মোবাইল ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধই থাকছে।

মণিপুরের রাজধানী ইম্ফল এবং সংলগ্ন অঞ্চল এখনও অশান্ত। তবে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, কাকচিং এবং থৌবালে কারফিউ আংশিক শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকেই এই পাঁচ জেলায় ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়।

সম্প্রতি মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। অভিযোগ, সে সময় একদল কুকি জঙ্গি মেইতেই সম্প্রদায়ের তিন মহিলা ও তিন শিশুকে অপহরণ করে। পরে দুই দফায় ছ’জনের দেহ উদ্ধার হয়। এ ঘটনায় ইম্ফলের রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।