অজ্ঞাতনামা সন্ত্রাসী গোষ্ঠী বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক-- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস ও রয়টার্স’র।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মুম্বাই পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, আরবিআইয়ের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ই-মেইলে রুশ ভাষায় ওই বোমা হামলার হুমকি দেয়া হয়। এ বিষয়ে একটি মামলা দায়েরের পর তদন্ত চলছে।
কেন্দ্রীয় ব্যাংকে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের বোমা হামলার এই হুমকি দেয়া হলো। এর আগে ১৬ নভেম্বরেও এমন হুমকি দেওয়া হয়। সেবার রুশ ভাষায় লেখা হুমকির ই-মেইলটি আরবিআই-এর ওয়েবসাইটে পাঠানো হয়।
মুম্বাই পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বোমা হামলার হুমকির বিষয়ে তদন্ত চালাচ্ছে।
এদিকে দিল্লিতে কিছু স্কুলে নতুন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবারই (১৩ ডিসেম্বর) অন্তত ছয়টি স্কুলে ই-মেইল পাঠানো হয়, যার মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল রয়েছে।
নিরাপত্তার কারণে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর নির্দেশ দিয়েছে।
এছাড়া গত সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর অন্তত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেইলে বোমা হামলার হুমকি দেয়া হয়।