ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন নিরাপত্তারক্ষী এবং একজন গাড়িচালক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে বিশাল একটি গর্ত সৃষ্টি হয়। নিহত আট নিরাপত্তারক্ষী জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্য ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বস্তার অঞ্চলের কুট্রু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে তাদের মৃত্যু হয়।
এর আগে একই দিন, ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে পাঁচজন মাওবাদী নিহত হয়। যাদের মধ্যে দুইজন নারী ছিলেন। অভিযানে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলসহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওই অভিযান শেষে ফেরার পথে মাওবাদীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এই হামলা চালায়।
বস্তার রেঞ্জের পুলিশ পরিদর্শক পি. সুন্দররাজ জানিয়েছেন, বিস্ফোরণে আটজন নিরাপত্তারক্ষী এবং একজন গাড়িচালক প্রাণ হারিয়েছেন। তাছাড়া এই হামলায় আরও কয়েকজন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন।
আহতদের প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রায়পুরে স্থানান্তর করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, জওয়ানদের দলটি প্রতিবেশী দান্তেওয়াদা জেলার দিকে যাচ্ছিল, তখনই আইইডি বিস্ফোরণ ঘটে। হামলার পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত চলছে।
এর আগে ভারতীয় নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাদ অঞ্চলে মাওবাদীদের উপর আক্রমণ চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে। যার মধ্যে দুইজন নারীও রয়েছে। উদ্ধার করা হয় স্বয়ংক্রিয় অস্ত্র যেমন একে ৪৭ এবং সেলফ-লোডিং রাইফেল। এই অপারেশন থেকে ফিরে আসার সময় বিদ্রোহীরা তাদের উপর পাল্টা আক্রমণ করে।
মাওবাদী দমন অভিযানের জন্য বিশেষভাবে গঠিত জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) এই ইউনিট রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার মূল স্তম্ভ।