বিশ্বের কনিষ্ঠতম নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই ইসলামাবাদে দুদিনব্যাপী নারী শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে পাকিস্তানে ফিরছেন।
দেশটির শিক্ষা সচিব মহিউদ্দিন আহমদ ওয়ানি জানিয়েছেন, ১১ এবং ১২ জানুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে আসবেন মালালা ইউসুফজাই।
শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে মালালা বলেন, ‘মুসলিম বিশ্ব থেকে আগত নেতাদের সঙ্গে মেয়েদের শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে অংশগ্রহণ করতে পারব বলে আমি আনন্দিত।’
তিনি বলেন, ‘রোববার, আমি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারের সুরক্ষার বিষয়ে এবং আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য তালেবান নেতাদের কীভাবে জবাবদিহির আওতায় আনা যায় সে বিষয়ে কথা বলব।’
তার দাতব্য সংস্থা মালালা ফান্ডের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে তিনি সম্মেলনে সরাসরি উপস্থিত থাকবেন।
দুই দিনব্যাপী এই সম্মেলন শনিবার ও রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের লক্ষ্য মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার উন্নয়নের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরা, আলোচনা উৎসাহিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করা।
এএফপি জানায়, একসময় স্কুল শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি উগ্রপন্থীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন। ২০১২ সালে পাকিস্তানি তালেবান তার কার্য়ক্রমে ক্ষুব্ধ হয়ে তাকে গুলি করে। এর পরপরই তাকে চিকিৎসার জন্য দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। আহত হয়ে দেশ ছাড়ার পর মালালা ২০১৮ সালে একবার দেশে এসেছিলেন। সূত্র:বাসস