ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুততম সময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। গারসেটি বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে।
খবর ডব্লিউআইওএন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে ওপরের সঙ্গে শেয়ার করি।
বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অতীতের কোনো বিষয় নয়, বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে, এর আগে কখনোই এমনটি ঘটেনি।’
বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা স্পষ্ট করে দিতে চাই-বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশে ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয়। আমি মনে করি সামনে একটি সুযোগ আছে।’
তিনি আরও বলেন, ‘অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এখন নয়। বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কী করতে পারে তা নিয়ে ভাবতে হবে।’