যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ়: জয়শঙ্কর

নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের ওপর জোর দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় এবং ট্রাম্পের সঙ্গে মোদির ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’ খবর এনডিটিভি’র।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজে এক আলোচনায় বৈশ্বিক কূটনীতির বিকশিত প্রকৃতি এবং সেক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এস জয়শঙ্কর এ মন্তব্য করেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্কারোপের হুমকি দিলেও যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী ভারত সরকার। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আমেরিকান জাতীয়তাবাদী’ হিসেবে বর্ণনা করে এস জয়শঙ্কর বলেন, আমি সম্প্রতি তার (ট্রাম্পের) শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং সেখানে আমরা বেশ গুরুত্ব পেয়েছি। আমি মনে করি, তিনি (ট্রাম্প) একজন আমেরিকান জাতীয়তাবাদী।

তিনি আরও বলেন, ট্রাম্পের নীতি বৈশ্বিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তবে ভারতের পররাষ্ট্র নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে। 
 
ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব এবং দেশটি সম্পর্কে অন্যদের পরিবর্তনশীল ধারণা সম্পর্কে জয়শঙ্কর বলেন, 
হ্যাঁ, তিনি (ট্রাম্প) অনেক কিছু পরিবর্তন করবেন, হয়তো কিছু বিষয় সিলেবাসের বাইরে থাকবে। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতি পরিচালনা করতে হবে দেশের স্বার্থে। কিছু সমস্যা থাকতে পারে যেখানে আমদের মত ভিন্ন, কিন্তু অনেক জায়গা থাকবে যেখানে মতের মিলও হবে।