ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয় স্পষ্ট হতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে উল্লেখ করেছেন। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
সমাজমাধ্যমে দেয়া পোস্টে প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান তিনি। মোদি বলেন, ‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত। দিল্লির উন্নয়নে আমরা কোনও রকম ফাঁক রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
‘বিকশিত ভারত’-এর গুরুত্বপূর্ণ অংশ হবে দিল্লি, জানান মোদি। একই সঙ্গে দিল্লিতে জয়ের জন্য বিজেপি কর্মীদেরও ধন্যবাদ জানান।
পত্রিকারটির প্রতিবেদনে বলা হয়, দিল্লির ভোটে বিজেপির প্রবেশ সাহিব সিংহের কাছে আম আদমি পার্টির কেজরীওয়াল হেরেছেন ৪,০৮৯ ভোটে। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে। তিনি পেয়েছেন ৪,২৫৪ ভোট। জঙ্গপুরা আসনে ৬৭৫ ভোটে বিজেপির তরবিন্দর সিংহের কাছে হেরেছেন মণীশ। ওই আসনে কংগ্রেস প্রার্থী ফরহাদ সুরি পেয়েছেন ৭,৩৫০ ভোট। কেজরী, মণীশ হারলেও ‘মুখরক্ষা’ করেছেন আতিশী। কালকাজি আসনে বিজেপির রমেশ বিদুরিকে ৩,৫২১ ভোটে হারিয়েছেন তিনি। ওই আসনে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা পেয়েছেন ৪,৩৯২ ভোট।
এদিকে সমাজমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় কেজরীওয়াল বলেছেন, ‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব।’