চলছে উদ্ধার অভিযান

ব্যাংককে ধ্বংসস্তূপের তলায় প্রাণের স্পন্দন

প্রতিবেশী দেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংককসহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর-গ্রামে প্রাণহানি এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাংককে। শহরজুড়ে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। এর মধ্যে জনপ্রিয় বাণিজ্যিক এলাকা চাতুচাকের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে ভবনটি পুরোপুরি ধসে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সেই দৃশ্য ইতোমধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চাতুচাকের সেই ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়েছেন ৪৭ জন কর্মী। তাদের মধ্যে অন্তত ১৫ জনের এখনও জীবিত থাকার আলামত পেয়েছেন উদ্ধারকর্মীরা।

গতকাল শুক্রবার থেকেই চাতুচাকের ওই নির্মাণাধীন ভবনসহ অন্যান্য ভবনের ধ্বংস্তূপে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আজ চলছে দ্বিতীয় দিনের তৎপরতা। তবে চাতুচাকের ওই ভবনটির ধ্বংস্তূপ থেকে জীবিতদের বের করে আনা বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার। উদ্ধারকর্মীরা জানিয়েছেন ভারী কংক্রিটের পিলার-চাঁই, ইস্পাতের খণ্ড সরানোর কাজটি কঠিন ও দীর্ঘ সময়ের।