তাজিকিস্তান-চীন সীমান্ত এলাকায় উৎপত্তি হওয়া ৫.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে এবং কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান ও চীন সীমান্তবর্তী দুর্গম অঞ্চল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পনের তীব্রতায় ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, শাংলা ও বুনের জেলাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। এর আগে গত বছরের অক্টোবর মাসেও পাকিস্তানে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
