ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কড়া প্রতিবাদ পাকিস্তানের

পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে আকস্মিক এ হামলা চালানো হয়। এ হামলার জেরে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে জরুরি তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এরপর এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে তারা, যেখানে কড়া ভাষায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।  

বুধবার (৭ মে) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের অপ্রত্যাশিত আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে দূতকে ডাকা হয়েছে। তাকে জানানো হয়েছে, ভারতের এই নির্লজ্জ আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই আক্রমণ জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘন। ভারত এই শত্রুভাবাপন্ন আচরণের বৈধতা দিতে যে ভিত্তিহীন যুক্তি উপস্থাপন করেছে, পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতীয় পক্ষকে সতর্ক করা হয়েছে; এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।