ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারত-পাকিস্তান ইস্যুতে ‘দুই নৌকায় পা’ যুক্তরাজ্যের

আপডেট : ০৭ মে ২০২৫, ০২:১৮ পিএম

ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে সহায়তার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাজ্য। এ বিষয়ে ভারত ও পাকিস্তান উভয়কেই সমর্থন দিতে রাজি বলে জানান যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস।

বুধবার (৭ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়। 

রেনল্ডস বলেন, আমাদের বার্তা হবে যে আমরা উভয় দেশের বন্ধু, অংশীদার। আমরা উভয় দেশকে সমর্থন করতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ, উত্তেজনা হ্রাস এবং এটি সমর্থন করার জন্য আমরা যা কিছু করতে পারি তাতে উভয় দেশেরই সমর্থন আছে। আমরা তাদের সাথে আছি এবং উত্তেজনা কমাতে প্রস্তুত।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের এ পদক্ষেপকে ‘দুই নৌকায় পা’ রেখে চলার কৌশল হিসেবে অ্যাখ্যা দিয়েছেন একাধিক বিশ্লেষক।

বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারত। এতে ২৬ জন নিহত হয়েছেন। এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এই হামলায় অন্তত ১০ জন নিহত হন।  
 

JA
আরও পড়ুন