উদ্বেগে কেরালা এবং গুজরাট

ভারতজুড়ে করোনার হানা, আক্রান্ত ৬৪৯১

ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সোমবার (৯ জুন) একদিনে ৩৫৮ জন‌ করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৪৯১ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে।

ভারতের কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১,৯৫৭ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যায় কেরালার পরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। গত ২৪ ঘন্টায় রাজধানী দিল্লিতে ৪২ জন নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৭২৮ জনে দাঁড়িয়েছে।

দু’দিনে পশ্চিমবঙ্গে ৫৪ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ফলে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৪৭ জনে পৌঁছেছে, যা বর্তমানে কেরালা (১,৯৫৭) এবং গুজরাটের (৯৮০) পরে দেশের তৃতীয় সর্বোচ্চ।

এদিকে সোমবার করোনা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোভিড শব্দটি শুনলেই আমরা ভয় পাই। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বেসরকারি হাসপাতালের পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলতে চাননি তিনি।