মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভারতের কংগ্রেসের প্রবীণ নেত্রী ও সংসদ সদস্য সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ জুন) গভীর রাতে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তার অসুস্থতা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেটের সমস্যায় ভুগছেন তিনি এবং বর্তমানে গ্যাস্ট্রোলজি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
খবরে আরও বলা হয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেত্রী। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের মতো কিছু নেই।
এর আগে ৭ জুন শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী। তাকে দ্রুত ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছুটির দিনে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে সময় কাটানোর পাশাপাশি স্থানীয় মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু শারীরিক সমস্যার কারণে সব বাতিল করতে হয়।
৭৮ বছর বয়সি সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। বিগত কয়েক বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তিনি দুইবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হলেও পরবর্তীতে শরীরে নানা জটিলতা দেখা দেয়।