ইসরায়েলি আগ্রাসন সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: বিলাওয়াল

ইরানে ইসরায়েলি ‘গণহত্যামূলক’ নীতিকে দায়ী করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

সোমবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ভাষণকালে তিনি এ মন্তব্য করেন।

ইরানে ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই যুদ্ধ কৌশল সমগ্র অঞ্চলকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। 

একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে পাকিস্তানকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি সবাইকে সতর্ক করেন এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, ‘যদি আমরা আজ ইরানিদের জন্য আওয়াজ না তুলি, কাল যখন তারা আমাদের দিকে আসবে তখন আর কেউ থাকবে না।’

বিলাওয়াল বলেন, ‘প্রথমে তারা ফিলিস্তিনিদের ওপর চড়াও হলো, আমরা চুপ রইলাম, কারণ আমরা ফিলিস্তিনি নই। এরপর তারা লেবাননের ওপর হামলা চালাল, তবুও আমরা নীরব- কারণ আমরা লেবাননি নই। তারপর তারা ইয়েমেনিদের মারল, আমরা চুপ করে থাকলাম, কারণ আমরা ইয়েমেনি নই। এখন তারা ইরানের ওপর হামলা চালাচ্ছে। যদি এখনো আমরা চুপ থাকি, তাহলে কেউ থাকবে না আমাদের জন্য কথা বলার।’  

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের পাশাপাশি ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর পাকিস্তান কূটনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে এগিয়ে এসেছে। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফর করে পাকিস্তানের অবস্থান তুলে ধরে।
সূত্র: জিও নিউজ