ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, ৪৩ যাত্রী নিখোঁজ

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসক্যু এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২ জুলাই) গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কেএমপি টুনু প্রাতামা জায়া নামের ফেরিটি ডুবে যায়।

ফেরিটিতে মোট ৬৫ জন মানুষ ছিল। এর মধ্যে ৫৩ জন যাত্রী এবং ১২ জন নাবিক। এছাড়া ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল বলে জানা গেছে। 

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।