করাচিতে পাঁচ তলা ভবন ধসে নিহত ৫

পাকিস্তানের করাচিতে একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্তৃপক্ষ আশঙ্কা করে বলছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে।

করাচির লিয়ারি জেলার বাগদাদি এলাকায় শুক্রবার (৪ জুলাই) এই ভবন ধসের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লিয়ারির বাগদাদি এলাকার ফিদা হুসেন শাইখা রোডে অবস্থিত ভবনটিতে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আরিফ আজিজ এবং ডেপুটি কমিশনার দক্ষিণ জাভেদ নবী।

বার্তা সংস্থা এএফপিকে আরিফ আজিজ নিশ্চিত করেছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ এবং আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটিতে কমপক্ষে ১০০ জন মানুষ বসবাস করতেন বলে জানা গেছে।

করাচি সিভিল হাসপাতালের (সিএইচকে) বেনজির ভুট্টো ইনস্টিটিউট অব ট্রমা-এর প্রাধান নির্বাহী ড. মুহাম্মদ সাবির মেমন জানান, আহতদের মধ্যে দুই পুরুষ এবং তিনজন নারী। তাদের নাম রশিদ আজিজ (২৫), সান্তিয়া চৈতান (৩০), চান্দা জুম্মা (৫০), ইউসুফ সুবহান (৫৫) এবং ফাতিমা বাবু (৫৫)।

সিন্ধুর রেসকিউ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সকাল ১০টা ৫৩ মিনিটে কেন্দ্রীয় কমান্ড ও নিয়ন্ত্রণ সেন্টার থেকে ভবন ধসের বিষয়ে জরুরি সতর্কতা আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নগর অনুসন্ধান ও উদ্ধার দল, একটি অ্যাম্বুলেন্স এবং একটি দুর্যোগ-প্রতিক্রিয়া গাড়িসহ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের অবিলম্বে উন্নত চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।  সূত্র: এক্সপ্রেস টিব্রিউন, ডন