ভারত-চীনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতার দিকেও এগোনোর বার্তা দিয়েছে দুই দেশ।
রোববার (৩১ আগস্ট) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা গেছে, সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন মোদি। সফরকালে রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কজরেন মোদি। বৈঠকে মোদি জানিয়েছেন, নয়াদিল্লি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন।
এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত রয়েছেন। মোদির সরকারি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে তাকে শি জিনপিংকে বলতে শোনা যায়, আমরা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
দ্বিপাক্ষিক এ বৈঠকটি এমন সময়ে হলো, যখন রাশিয়ার তেল কেনার কারণে মাত্র পাঁচ দিন আগে ওয়াশিংটন ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা চাপ মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান দেখাতে চাইছেন মোদি ও শি জিনপিং। সূত্র: রয়টার্স