ভারতের নতুন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন

ভারতের নতুন উপরাষ্ট্রপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন সি. পি. রাধাকৃষ্ণন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সম্মিলিত ভোটে তিনি বিরোধী প্রার্থী সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন।

দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাধাকৃষ্ণন এর আগে বিধায়ক ও ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। তাঁর এই জয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য একটি বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিতর্কিত পদত্যাগের পর।

সাম্প্রতিক সময়ে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা বিভিন্ন বিতর্কে আলোচনায় এসেছে। বারবার অধিবেশন ভঙ্গ হওয়া, বিরোধীদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এবং গণহারে সদস্য বরখাস্তের মতো ঘটনায় সংসদের শালীনতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, এমন প্রেক্ষাপটে রাধাকৃষ্ণনের সামনে প্রধান দায়িত্ব হবে রাজ্যসভায় গঠনমূলক আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ ফিরিয়ে আনা। রাজ্যসভা যাতে কেন্দ্রের সিদ্ধান্তগুলো যুক্তিসংগতভাবে পর্যালোচনা করতে পারে এবং রাজ্যগুলোর কণ্ঠস্বর হিসেবে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত।

বর্তমানে ভারতের সংসদীয় রাজনীতিতে যে তীব্র বিভাজন ও উত্তেজনা বিরাজ করছে, তাতে উপরাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণনের ভূমিকা হবে ভারসাম্য রক্ষা এবং সংলাপ পুনরুদ্ধারের।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার পূর্বের প্রশাসনিক অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতা এই পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হতে পারে। তবে কতটা সফলভাবে তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন, তা নির্ভর করবে তার নেতৃত্বের কৌশল ও রাজনৈতিক পরিপক্বতার ওপর।

এক নজরে সি. পি. রাধাকৃষ্ণন

  • দীর্ঘদিন আরএসএস-এর সঙ্গে যুক্ত
  • বিজেপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা
  • সাবেক রাজ্যপাল (ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র)
  • ভারতীয় রাজনীতিতে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান