নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এই সফরের সময় তিনি প্রখ্যাত চক্ষু চিকিৎসক ডা. সন্দুক রুইতের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ ঘিরে নেপালি রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।
নেপালভিত্তিক সংবাদমাধ্যম সেতোপতি জানিয়েছে, তিলগঙ্গা ইনস্টিটিউটের বাইরে জড়ো হওয়া সাংবাদিকরা প্রধানমন্ত্রী কার্কির কাছে জানতে চান, ডা. রুইতের সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু কী ছিল। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রী।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রধানমন্ত্রী ডা. রুইতকে মন্ত্রী করার প্রস্তাব দিতেই তার কাছে গিয়েছিলেন। কারণ, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বিশেষজ্ঞদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার নীতি অনুসরণ করছেন।
এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রুইত বলেন, আমি এখানে (চক্ষু হাসপাতালে) এত কাজ ফেলে কীভাবে যেতে পারি? আমি আমার রোগীদের ছেড়ে যাব না।
কার্কির নেতৃত্বাধীন চার সদস্যের অন্তর্বর্তী মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা চলছে। শিগগিরই ১১ সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই প্রেক্ষাপটেই ডা. রুইতের সঙ্গে তার সাক্ষাৎ নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: সেতোপতি