ফ্রান্সজুড়ে অর্থনৈতিক কড়াকড়ির প্রতিবাদে লাখো মানুষ বিক্ষোভে নেমেছেন। এর জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। এতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় আন্দোলনকারীদের।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানীতে শিক্ষক, রেলকর্মী, হাসপাতাল কর্মীসহ দেশের বিভিন্ন পেশাজীবী ধর্মঘট ও মিছিলের মাধ্যমে সরকারের বাজেট কাটছাঁটের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। প্যারিস ও অন্যান্য শহরে নিরাপত্তা বজায় রাখতে প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্তত ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যান্টি-অস্টেরিটি বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। স্কুল ও কলেজের প্রবেশপথ অবরোধ করা হয়, ট্রেন, হাসপাতাল ও সরকারি দফতরে কার্যক্রম ব্যাহত হয়। বিক্ষোভকারীরা সরকারের কঠোর বাজেট পরিকল্পনা বাতিল, জনসেবায় ব্যয় বাড়ানো, ধনীদের ওপর উচ্চ কর আরোপ এবং অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন।
প্যারিসে মূল মিছিলের আগে কিছু কালো পোশাকধারী যুবক পুলিশকে বস্তু নিক্ষেপ করলে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে। লিয়ঁতে সংঘর্ষে কয়েকজন আহত হন এবং অন্যান্য শহরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে প্রায় দেড়শ’ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো দিনে নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। ড্রোন এবং সাঁজোয়া যানও ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইউনিয়ন নেতারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর প্রতি জনগণের ক্ষোভকে স্বীকৃতি দিতে এবং বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়েছেন। সরকার অনড় থাকলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
ট্রাম্পের বিরুদ্ধে প্রচার চালালেই চ্যানেলের লাইসেন্স বাতিল
যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজার যুদ্ধবিরতি