সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ভারতের উদ্বেগ

পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর কী প্রভাব পড়তে পারে, তা আমরা বিবেচনা করছি।

জয়সওয়াল বলেন, সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব বিগত কয়েক বছরে আরও গভীর হয়েছে। আমরা আশা করি, রিয়াদ এই সম্পর্কের পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতীয় স্বার্থ রক্ষা এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তিকে দুই দেশের মধ্যকার ৮০ বছরের সম্পর্কের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং যৌথভাবে তার মোকাবিলা করা হবে।

এই চুক্তি এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে কাতারে হামাস নেতাদের ওপর সাম্প্রতিক ইসরায়েলি ড্রোন হামলার পর।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি কেবল দ্বিপাক্ষিক নয়, বরং এটি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি নতুন বলয়ের ইঙ্গিত দিচ্ছে। ভারতের উদ্বেগের পেছনে মূল কারণ হলো, চুক্তিটি পাকিস্তানের কৌশলগত শক্তি বৃদ্ধির পাশাপাশি সৌদি আরবের অবস্থান পুনর্নির্ধারণের সম্ভাবনা সৃষ্টি করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস