পাকিস্তানের উত্তরপশ্চিম প্রান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহীদের আস্তানায় ফের হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই হামলায় ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর ১৭ জন বিদ্রোহী নিহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সেখানকার প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হানায় অন্তত ১৭ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানি আধা সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কর্পস’ এবং স্থানীয় পুলিশ যৌথ ভাবে এক অভিযান চালায় খাইবার পাখতুনখোয়ার কড়ক প্রদেশে।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, সেখানে টিটিপি বিদ্রোহীরা লুকিয়ে রয়েছেন বলে গোপন সূত্রে খবর যায়। সেই তথ্যেই তারা অভিযান চালায়।
খাইবার পাখতুনখোয়া পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী সেখানে পৌঁছোতেই বিদ্রোহীরা গুলি চালানো শুরু করে, সেনাবাহিনীর পাল্টা গুলিতে ১৭ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানায় তারা। এই সংঘর্ষে জখম হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর তিন জওয়ানও। বর্তমানে পাকিস্তানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম টিটিপি। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে।