পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেসকিউ সার্ভিস ১১২২।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় একটি ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা। তারা পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
মুখপাত্র শাফিকা গুল আরও বলেন, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।
১৬.
ফেল করাদের হতাশ না হয়ে ফের প্রস্তুতি নিতে বললেন আন্তঃবোর্ড সভাপতি
অকৃকার্যদের আন্তঃবোর্ড সভাপতির পরামর্শ
এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এমন পরিস্থিতিতে অকৃকার্যদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এসময় তিনি অকৃকার্য শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষা দিয়ে সফলকাম হওয়ার জন্য বলেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ পরামর্শ দেন।
লিখিত বক্তব্যে অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানামুখী পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকগণের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। এ জন্য আমি শিক্ষা পরিবারের সকলকে জানাচ্ছি অভিনন্দন।
আন্তঃবোর্ড সভাপতি বলেন, বিগত বছর সমূহের ন্যায় এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। পরীক্ষার্থীদের সরাসরি মোবাইল ফোন, ইমেইল এবং ওয়েব-সাইটের মাধ্যমে ফল প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠু ও সফলভাবে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়েছে। এ জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কারণ নেই। আমি আশা করবো তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষা দিয়ে সফলকাম হবে। আজকের এ সভায় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সূত্র: দ্য ডন