ভারতে ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের দুর্ভোগের এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, একজন যাত্রী ট্রেনের বাথরুমকেই নিজের থাকার জায়গায় রূপান্তরিত করে শুয়ে আছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে এই ভিডিওটি এরইমধ্যে ৭ লাখ ৮০ হাজারের বেশি দেখা হয়েছে। এটি দেখে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কেউ হাসছেন, কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনার ভিডিওটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রেকর্ড করেছেন কনটেন্ট নির্মাতা বিশাল। এতে দেখা যায়, ওই ব্যক্তি ট্রেনের টয়লেটের ছোট জায়গার ভেতরে আরামে শুয়ে আছেন এবং তার পাশে রয়েছে ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র। জানলা দিয়ে বের করা হয়েছে একটি ভাঁজ করা খাটের মতো জিনিসও-যেন নিজের ছোট্ট ‘কেবিন’ বানিয়ে ফেলেছেন তিনি।
ভিডিওতে বিশাল হিন্দিতে অবাক হয়ে বলছেন, ভাইনে ওয়াশরুম কো বেডরুম বানা দিয়া (ভাই বাথরুমকে বেডরুম বানিয়ে দিয়েছেন)। এরপর তিনি ওই ব্যক্তিকে তার বিপুল পরিমাণ জিনিসপত্র দেখে প্রশ্ন করেন, ইয়ে পুরা ঘর কা সামান হ্যায়? (এই সব আপনার বাড়ির জিনিসপত্র?)। উত্তরে ওই যাত্রী নির্বিকারভাবে জবাব দেন, হ্যাঁ।
ভিডিওটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। কেউ লিখেছেন, ‘অন্তত ওঁর ঘুম ঠিক মতো হচ্ছে, আমাদের তো দাঁড়িয়ে যেতেও জায়গা নেই।’ অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, ‘এখন রেল কর্তৃপক্ষ নিশ্চয়ই পরের স্টেশনে নামিয়ে দেবে।
তবে অনেকই সতর্ক করেছেন, ট্রেনের টয়লেট এভাবে ব্যবহার করা শুধু নিয়মবিরুদ্ধ নয়, জনস্বাস্থ্যেরও বড় বিপদ। ভারতের রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ভাইরাল এই ভিডিও ফের প্রশ্ন তুলেছে- রেলযাত্রার ভিড়, যাত্রীদের অসচেতনতা এবং ট্রেন ব্যবস্থাপনা-সব মিলিয়েই কি এখন ভারতের ট্রেন এক অদ্ভুত বাস্তবতার প্রতিচ্ছবি?
সূত্র: এনডিটিভি