রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ১৪৪১তম দিনের মূল ঘটনাপঞ্জি

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫-এর পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো:

১. সংঘর্ষ ও হামলা

  • কিয়েভে রুশ ড্রোন হামলা: রবিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন শিশু ছিলেন।

  • অন্যান্য অঞ্চলে হতাহত:

    • রবিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় ৬৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

    • শনিবার রাতে পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে হামলায় ১ জন নিহত হন।

    • ডোনেটস্কের গভর্নর জানান, রবিবার ডোনেটস্ক অঞ্চলে রুশ হামলায় ১ জন নিহত এবং শনিবার ৪ জন নিহত হন।

  • রুশ-অধিকৃত অঞ্চলে ইউক্রেনীয় হামলা:

    • রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS-এর খবর অনুযায়ী, ইউক্রেনের হামলায় রুশ-অধিকৃত ডোনেটস্ক শহরের লেনিনস্কি জেলায় ২ জন নিহত হয়েছেন।

    • রুশ-অধিকৃত খেরসন অঞ্চলে ইউক্রেনীয় হামলায় ১ জন নিহত হন।

    • রবিবার ভোরে রুশ-অধিকৃত ইয়াসিনুভাতা অঞ্চলে ইউক্রেনীয় হামলায় অন্তত ৩ জন নিহত হন।

  • মস্কোয় ড্রোন হামলা: সোমবার ভোরে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হয়। মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচ ঘণ্টার মধ্যে ২৮টি ড্রোন ভূপাতিত করেছে।

  • বেলগোরোদে হামলা: রবিবার ইউক্রেনীয় হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ১ জন নিহত হন।

  • রুশ দাবি: TASS-এর খবর অনুযায়ী, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, তারা ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ২৮১টি ড্রোন এবং দুটি গাইডেড বোমা গুলি করে নামিয়েছে।

  • ইউক্রেনীয় অগ্রগতি: ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, তাদের বাহিনী গত ১০ দিনে ডোনেটস্ক অঞ্চলের কুচেরিভ ইয়ার এবং সুখেৎস্কে নামে দুটি বসতির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

Vladimir Putin

২. অস্ত্র ও সামরিক প্রযুক্তি

  • পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কো সফলভাবে পারমাণবিক-ক্ষমতাসম্পন্ন 'বুরেভেস্টনিক' ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। তিনি দাবি করেন, এই অস্ত্রটি যেকোনো প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম এবং এটি মোতায়েনের দিকে এগোবে রাশিয়া।

  • অনন্য অস্ত্র: পুতিন বলেন, এটি "বিশ্বের অন্য কারও কাছে নেই এমন একটি অনন্য অস্ত্র।"

  • ক্ষেপণাস্ত্রের বিবরণ: রাশিয়ার জেনারেল ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান, ক্ষেপণাস্ত্রটি ১৪,০০০ কিমি (৮,৭০০ মাইল) পথ পাড়ি দিয়েছে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল।

  • যুক্তরাষ্ট্রকে অবহিতকরণ: পুতিনের শীর্ষ সহযোগী কিরিল দিমিত্রিভ জানান, তাদের প্রতিনিধিদল ক্ষেপণাস্ত্রটির "সফল পরীক্ষার" বিষয়ে মার্কিন কর্মকর্তাদের অবহিত করেছেন। তিনি এটিকে অস্ত্রের "একেবারে নতুন শ্রেণি" বলে উল্লেখ করেন।

৩. রাজনীতি ও কূটনীতি

  • স্লোভাকিয়ার অবস্থান: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো রবিবার জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (EU) কোনো কর্মসূচিতে স্লোভাকিয়া অংশ নেবে না। তিনি বলেন, "ইউক্রেনকে যুদ্ধ ও সামরিক ব্যয় সামলাতে সাহায্য করার লক্ষ্যে গঠিত কোনো আর্থিক স্কিমে স্লোভাকিয়াকে অংশ নিতে আমি অস্বীকার করছি।"

  • উত্তর কোরিয়ার প্রতিনিধির সফর: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে RIA স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই ২৬ থেকে ২৮ অক্টোবর রাশিয়া সফর করবেন

৪. আঞ্চলিক নিরাপত্তা

  • লিথুয়েনিয়ার আকাশসীমা লঙ্ঘন: ন্যাটো সদস্য লিথুয়েনিয়া রবিবার দেশটির ভিলনিয়াস বিমানবন্দর এবং বেলারুশ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। একাধিক বস্তু, যা সম্ভবত হিলিয়াম বেলুন হিসাবে চিহ্নিত করা হয়েছে, লিথুয়েনিয়ার আকাশসীমায় প্রবেশ করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়।

  • আশঙ্কা: এটি ছিল চলতি সপ্তাহে এ ধরনের চতুর্থ ঘটনা এবং ড্রোন ও আকাশসীমা লঙ্ঘনের একটি সাম্প্রতিক সিরিজের অংশ, যা রাশিয়া ন্যাটোকে পরীক্ষা করছে এমন উদ্বেগ সৃষ্টি করেছে।

 

সূত্র - আলজাজিরা