পাকিস্তানে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ১৭

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে কারখানা ও আশপাশের ঘরবাড়ির ছাদ ধসে পড়ে বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েন।

প্রাথমিকভাবে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানায়, কারখানার বয়লার বিস্ফোরণের ফলে ভবনটি এবং আশপাশের কাঠামো ধসে পড়ে। তবে পরে তারা সংশোধিত বিবৃতিতে জানায়, ঘটনাটি বয়লার বিস্ফোরণ নয়, বরং গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটেছে।

ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে। কমিশনার কার্যালয় জানায়, ঘটনাস্থলে থাকা চারটি কারখানার একটিতে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত অন্য কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে আশপাশের সাতটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

রেসকিউ ১১২২ জানায়, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ও আশপাশের বাড়িগুলোর ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও কমিশনার দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ফয়সালাবাদ কমিশনারের কাছ থেকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন।

 সূত্র: দ্য ডন