শত বছরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি: প্রধান উপদেষ্টা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রয়াণের প্রায় শত বছর পেরিয়ে গেলেও তার মতো আর কেউ তৈরি হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘১০০ বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের জন্য দুর্ভাগ্য। তিনি যেসব স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা তা পুরোপুরি আমলে নিতে পারিনি।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি চারজন বিশিষ্ট নারীর হাতে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন- নারীশিক্ষায় রুভানা রাকিব, শ্রম ও নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে (ক্রীড়া) সাফজয়ী ঋতুপর্ণা চাকমা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের দিনটি শুধু রোকেয়াকে স্মরণ করার নয়, বরং আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বের করার দিন। রোকেয়া নারীদের চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্ম সংস্থানের কথা বলেছিলেন, যা ছিল সেই আমলের প্রেক্ষিতে অত্যন্ত বিপ্লবী চিন্তা।’ পদকজয়ী চার নারীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এরা শুধু বাংলাদেশকে নয়, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন।

অনুষ্ঠানে ব্যানারে মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম ব্যবহার না হওয়ায় ড. ইউনূস আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণকারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হয়।

DR/SN