স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চিত করেছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারেননি তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘আমি নির্বাচন করব। তবে, কোথা থেকে করব ও কোন দল থেকে করব সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার আমার নেই। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আমি যা বলেছি সেটার প্র্যাকটিস আমি নিজেও করব। এ বিষয়ে এর বেশি তথ্য আমার দেওয়ার সুযোগ নেই। সেসব বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।’
এদিকে রাজনৈতিক মহলে খবর ছিল যে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন এবং এজন্য তিনি ইতোমধ্যে ওই এলাকায় ভোটার হয়েছেন। এছাড়া গুঞ্জন ছিল তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগও করেছেন।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে সংবাদ ছড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট বর্তমান সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি সহকারী প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) যাত্রা শুরু করলে, নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ওই দলের আহ্বায়ক হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।
পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
ঢাকা থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ