ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যেই প্রতিবেশী দেশটি থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।
কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাণিজ্যিক স্বার্থে ভারতের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, বিশ্ববাজারে চালের দাম চড়া থাকা সত্ত্বেও ভারতের কাছ থেকে গতবারের চেয়েও কম দামে এই চাল পাওয়া যাচ্ছে। ভিয়েতনাম থেকে আমদানির তুলনায় ভারত থেকে আনা হলে প্রতি কেজিতে খরচ অন্তত ১০ টাকা কম হবে।
বৈঠকে কেবল চাল নয়, আসন্ন রমজানকে সামনে রেখে আরও কিছু গুরুত্বপূর্ণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মরক্কো থেকে ৯০ হাজার টন টিএসপি সার এবং বিদেশ থেকে ১০ হাজার টন মসুর ডাল আনা হবে।
এছাড়া সয়াবিনের বিকল্প হিসেবে প্রচুর পরিমাণে রাইস ব্র্যান অয়েল আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন, রাজনৈতিক ইস্যু আর বাণিজ্যিক পলিসিকে আলাদা করে দেখতে হবে। জনসাধারণের সুবিধার্থে যেখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যাবে, সরকার সেখান থেকেই তা সংগ্রহ করবে।
ভারতের সঙ্গে বিদ্যমান উত্তজনা প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই এবং এ নিয়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছেন।”
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খুব একটা খারাপ হবে না। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে তার আলাপ হয়েছে এবং রাষ্ট্রদূত পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে জানান উপদেষ্টা। কিছু ব্যক্তিগত নেতিবাচক বক্তব্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
বৈঠকে দেশের অভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভবনের জন্য ১০৫ কোটি টাকা এবং ময়মনসিংহে বিদ্যুতের ১৯টি সাবস্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। অস্ট্রেলিয়া সরকার ভবন নির্মাণের জন্য একটি কঠোর সময়সীমা বেঁধে দেওয়ায় এই কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা।
ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত