খালেদা জিয়ার দাফন ও আইনশৃঙ্খলা নিয়ে উপদেষ্টাদের বৈঠক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন এবং পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকে মরহুমার জানাজা, দাফন প্রক্রিয়ার নিরাপত্তা এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, মরহুমার সম্মানে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

DR/AHA
আরও পড়ুন