আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
ইসি সূত্রে জানা গেছে, এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে দেশের ভেতরে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইতোমধ্যে নিবন্ধিত অধিকাংশ প্রবাসীর কাছে ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকিদের কাছেও দ্রুততম সময়ে তা পাঠানো হবে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে।
গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে ওমানে রয়েছেন ১০ হাজার ২০০ জন।
সালীম আহমাদ জানান, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের ব্যক্তিগত দায়িত্ব। যদি কোনো ভোটার এই গোপনীয়তা ভঙ্গ করেন, তবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।
নির্বাচন কমিশন আশা করছে, পোস্টাল ব্যালটের এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা প্রথমবারের মতো বড় পরিসরে জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড মিলবে যেভাবে
সংসদ নির্বাচন: তৃতীয় দিনে ইসিতে ১৩১ আপিল
