ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুপারমুন আরও তিনবার দেখবে বিশ্ব

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম

খবর সংযোগ ডেস্ক: আগামী দুই মাসের মধ্যে তিনবার সুপারমুন দেখতে পাবেন বিশ্ববাসী। চলতি বছর চারবার সুপারমুনের প্রথমটি বিশ্ববাসী দেখেছেন গত ৩ জুলাই।

বুধবার (৫ জুলাই) ভারতের গুজরাট কাউন্সিলের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফিস জানায়, আগামী আগস্ট মাসের প্রথম তারিখ, ৩০ তারিখ এবং সেপ্টেম্বরের ৩০ তারিখে আবার দেখা যাবে সুপারমুন। কিন্তু নাসা জানিয়েছে, আবারও সুপারমুন দেখা যাবে আগামী ১ আগস্ট, ৩০ আগস্ট এবং ২৯ সেপ্টেম্বর।

বছরের প্রথম সুপারমুনের সাক্ষী হয়েছেন বিশ্ববাসী। গ্রিসের ঐতিহাসিক পার্থানন মন্দিরের ওপর দিয়ে উঁকি দেয় সুপারমুন। গত ৩ জুলাই রাতে গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ সুপারমুন দেখা যায়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানায়, চাঁদ পৃথিবীর দিকে ২১ হাজার কিলোমিটার এগিয়ে আসায় চাঁদের আলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেখা যায়। সুপারমুন সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় ৭ শতাংশ বড় হয়।

জুলাইয়ের সুপারমুন বাক মুন হিসেবে পরিচিত। বিভিন্ন দেশে পূর্ণিমার চাঁদের নামকরণের ঐতিহ্য রয়েছে। বাক মুন নামটি এসেছে নেটিভ আমেরিকানদের কাছ থেকে। সূত্র: সিএনএন, টাইমস অব ইন্ডিয়া।

WA
আরও পড়ুন