রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দীপায়ন চাকমা এবং অপরজন আশিষ চাকমা। দুজনেই ইউপিডিএফের কালেক্টরের দায়িত্বে ছিলেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে ফিরে আসলে বিস্তারিত জানানো হবে।
