ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রথম নারী প্রতিরক্ষা প্রধান পেল কানাডা

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম

প্রথমবারের মতো একজন নারীকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে কানাডা। বুধবার (৩ জুলাই) নতুন সামরিক প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনান। এর মাধ্যমে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সর্বোচ্চ পদে নারীদের নিয়োগ দেওয়ার ধারা অব্যাহত রাখলেন। ১৮ জুলাই তিনি দায়িত্ব নেবেন।

ক্যারিগনান মূলত একজন সামরিক প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি আফগানিস্তান, বসনিয়া-হার্জেগোভিনা, ইরাক এবং সিরিয়াতে সেনা কমান্ডের দায়িত্ব পালন করেছেন। কানাডার সশস্ত্র বাহিনীতে যৌন হয়রানি এবং অসদাচরণ বন্ধ করার দায়িত্বে ছিলেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, ক্যারিগনান কর্মজীবনে ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলী, শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি এবং সেবার প্রতি নিবেদন আমাদের সশস্ত্র বাহিনীর জন্য তাকে অসাধারণ সম্পদে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৫ সালের শেষের দিকে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য পরিকল্পিত নীতি অনুসরণ করেছেন।

২০১৮ সালে তিনি ব্রেন্ডা লাকিকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কানাডার শেষ দুইজন গভর্নর জেনারেল, যারা ব্রিটিশ রাজের আনুষ্ঠানিক প্রতিনিধি, তারাও নারী ছিলেন। ট্রুডোর পরামর্শেই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। সূত্র: এনডিটিভি

MB/FI
আরও পড়ুন