ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

ফরিদপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় মাঈনুদ্দিন আহমেদ মানু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের টেপাখোলা হরিসভা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাঈনুদ্দিন আহমেদ মানু (৫৪) ফরিপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

গত ১৫ অক্টোবর শহরতলীর মামুদপুর এলাকার মুজাহিদ ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ আওয়ামী লীগ,  যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলায় ১২৫ জন এজাহারনামীয় আসামির মধ্যে ৭৪ নম্বরে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। উক্ত মামলায় রোববার তাকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতে পাঠানো হয়।

RA/FI
আরও পড়ুন